ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি



৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি
ছবি : সংগৃহীত

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসকে কেন্দ্র করে অস্থিরতা চরমে পৌঁছেছে। এবার লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে দূতাবাস ঘেরাও করার প্রকাশ্য হুমকি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপ-দূতাবাস অভিমুখে বিজেপির এক বিশাল বিক্ষোভ মিছিল থেকে তিনি এই আলটিমেটাম দেন।

শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে কয়েক হাজার গেরুয়াধারী সাধু-সন্ত বিজেপি কর্মীদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ 'বেগবাগান মোড়ে' ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি উত্তেজনার সৃষ্টি হয়।

মিছিল শেষে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, আজ মাত্র এক হাজার সাধু তিন হাজার নাগা সন্ন্যাসী এসেছেন। কিন্তু আগামী জানুয়ারিতে গঙ্গাসাগর মেলায় লাখ সাধু যাবেন। মেলা শেষে বাবুঘাট থেকে আমি নিজে পথ দেখিয়ে তাদের এই মিশনের সামনে নিয়ে আসব। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কত প্রাচীর তুলতে পারে, তা দেখে নেব।

বিক্ষোভের এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদস্যের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসের ভেতরে প্রবেশ করেন এবং ডেপুটি হাইকমিশনারের সাথে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি জানানবাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার যথাযথ ব্যবস্থা না নিলে নতুন বছরের আগেই সব ব্যারিকেড উপড়ে ফেলা হবে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ তীর্থযাত্রী সাধু-সন্ন্যাসী কলকাতায় সমবেত হন। এই বিপুল জনসমাবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশ উপ-দূতাবাস ঘেরাওয়ের এই হুমকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : শুভেন্দু অধিকারী বাংলাদেশ উপ-দূতাবাস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫


৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসকে কেন্দ্র করে অস্থিরতা চরমে পৌঁছেছে। এবার লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে দূতাবাস ঘেরাও করার প্রকাশ্য হুমকি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপ-দূতাবাস অভিমুখে বিজেপির এক বিশাল বিক্ষোভ মিছিল থেকে তিনি এই আলটিমেটাম দেন।

শুক্রবার শিয়ালদহ স্টেশন থেকে কয়েক হাজার গেরুয়াধারী সাধু-সন্ত বিজেপি কর্মীদের নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাংলাদেশ উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে পুলিশ 'বেগবাগান মোড়ে' ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি উত্তেজনার সৃষ্টি হয়।

মিছিল শেষে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, আজ মাত্র এক হাজার সাধু তিন হাজার নাগা সন্ন্যাসী এসেছেন। কিন্তু আগামী জানুয়ারিতে গঙ্গাসাগর মেলায় লাখ সাধু যাবেন। মেলা শেষে বাবুঘাট থেকে আমি নিজে পথ দেখিয়ে তাদের এই মিশনের সামনে নিয়ে আসব। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কত প্রাচীর তুলতে পারে, তা দেখে নেব।

বিক্ষোভের এক পর্যায়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদস্যের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসের ভেতরে প্রবেশ করেন এবং ডেপুটি হাইকমিশনারের সাথে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি জানানবাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার যথাযথ ব্যবস্থা না নিলে নতুন বছরের আগেই সব ব্যারিকেড উপড়ে ফেলা হবে।

গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ তীর্থযাত্রী সাধু-সন্ন্যাসী কলকাতায় সমবেত হন। এই বিপুল জনসমাবেশকে কাজে লাগিয়ে বাংলাদেশ উপ-দূতাবাস ঘেরাওয়ের এই হুমকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত