ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দারিয়েছে ১৬০ জন



হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দারিয়েছে ১৬০ জন
ছবি: সংগৃহীত

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, সেখানে আরও একজনের দেহ শনাক্ত হয়েছে। তবে, এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসের শেষের দিকে বহুতলবিশিষ্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী আবাসিক কমপ্লেক্সের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। 

গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি শেষে মৃতের সংখ্যা ছিল ১৫৯। তবে ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, পূর্বে গণনায় অন্তর্ভুক্ত একটি দেহাবশেষে আরও একজনের অবশেষ রয়েছে। ফলে মৃতের সংখ্যা এক বৃদ্ধি পায়। এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার জো চৌ।

তিনি আরও জানান, ভবনের চারপাশে ভেঙে পড়া বাঁশের সিঁড়ি ও স্ক্যাফোল্ডিং সরানোর কাজ শেষ হয়েছে। সেখানে একটি সন্দেহজনক মানব অস্থি পাওয়া গেছে, যা পরীক্ষাধীন।

১৬০ জন মৃতের মধ্যে ১২০ জনের পরিচয় ডিএনএ ও আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। কমিশনার চৌ জানান, পুলিশ এখনো ভবনগুলোতে থাকা কাঠামো এবং জঞ্জাল সরিয়ে অবশিষ্ট দেহ আছে কি না তা খুঁজে দেখবে।

হত্যার অভিযোগে পুলিশ বিভিন্ন নির্মাণ সংস্থার ১৫ জনকে গ্রেফতার করেছে এবং ফায়ার অ্যালার্ম না বাজানোর অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাসে অগ্নিকাণ্ড নিহত হংকং

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫


হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দারিয়েছে ১৬০ জন

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬০ জনে পৌঁছেছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ জানিয়েছে, সেখানে আরও একজনের দেহ শনাক্ত হয়েছে। তবে, এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসের শেষের দিকে বহুতলবিশিষ্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী আবাসিক কমপ্লেক্সের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। 

গত সপ্তাহে কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি শেষে মৃতের সংখ্যা ছিল ১৫৯। তবে ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, পূর্বে গণনায় অন্তর্ভুক্ত একটি দেহাবশেষে আরও একজনের অবশেষ রয়েছে। ফলে মৃতের সংখ্যা এক বৃদ্ধি পায়। এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার জো চৌ।

তিনি আরও জানান, ভবনের চারপাশে ভেঙে পড়া বাঁশের সিঁড়ি ও স্ক্যাফোল্ডিং সরানোর কাজ শেষ হয়েছে। সেখানে একটি সন্দেহজনক মানব অস্থি পাওয়া গেছে, যা পরীক্ষাধীন।

১৬০ জন মৃতের মধ্যে ১২০ জনের পরিচয় ডিএনএ ও আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। কমিশনার চৌ জানান, পুলিশ এখনো ভবনগুলোতে থাকা কাঠামো এবং জঞ্জাল সরিয়ে অবশিষ্ট দেহ আছে কি না তা খুঁজে দেখবে।

হত্যার অভিযোগে পুলিশ বিভিন্ন নির্মাণ সংস্থার ১৫ জনকে গ্রেফতার করেছে এবং ফায়ার অ্যালার্ম না বাজানোর অভিযোগে আরও ছয়জনকে আটক করা হয়েছে।

 

এনএম/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত