ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যুক্তরাষ্ট্রের কৃষকদের ১২০০ কোটি ডলার সহায়তা দেবেন ডোনাল্ড ট্রাম্প



যুক্তরাষ্ট্রের কৃষকদের ১২০০ কোটি ডলার সহায়তা দেবেন  ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য নীতির ফলে ক্ষতিগ্রস্ত দেশটির কৃষকদের জন্য ১২০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসে স্থানীয় সময় দুপুর ২টা একটি গোলটেবিল বৈঠকে এই ঘোষণা দেওয়া হবে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের কৃষকেরা রেকর্ড পরিমাণ ফসল উৎপাদনে চাপের পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে বাণিজ্য আলোচনা স্থবির থাকার মধ্যে চীন শরৎকালে দক্ষিণ আমেরিকার সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনায় সয়াবিন বিক্রি থেকে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।

এর আগে অক্টোবর মাসে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০০ কোটি ডলারের একটি কৃষি উদ্ধার প্যাকেজ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানিয়েছিলেন, ৪৩ দিন ধরে চলা ফেডারেল সরকারের শাটডাউন এই প্যাকেজ বাস্তবায়নে বিলম্ব ঘটিয়েছে।

সহায়তার অঙ্কটি প্রথম প্রকাশ করা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, শ্বেতাঙ্গনিবাসের এই অনুষ্ঠানে গবাদিপশু খামারি ও শস্য উৎপাদনকারীরা অংশ নেবেন, যাদের মধ্যে শস্য, সয়াবিন, তুলা ও আলুর চাষিরাও থাকবেন।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫


যুক্তরাষ্ট্রের কৃষকদের ১২০০ কোটি ডলার সহায়তা দেবেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাণিজ্য নীতির ফলে ক্ষতিগ্রস্ত দেশটির কৃষকদের জন্য ১২০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসে স্থানীয় সময় দুপুর ২টা একটি গোলটেবিল বৈঠকে এই ঘোষণা দেওয়া হবে।

চলতি বছর যুক্তরাষ্ট্রের কৃষকেরা রেকর্ড পরিমাণ ফসল উৎপাদনে চাপের পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে বাণিজ্য আলোচনা স্থবির থাকার মধ্যে চীন শরৎকালে দক্ষিণ আমেরিকার সরবরাহকারীদের কাছ থেকে পণ্য কেনায় সয়াবিন বিক্রি থেকে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বিলিয়ন বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন।

এর আগে অক্টোবর মাসে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫০০ কোটি ডলারের একটি কৃষি উদ্ধার প্যাকেজ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছিল। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স জানিয়েছিলেন, ৪৩ দিন ধরে চলা ফেডারেল সরকারের শাটডাউন এই প্যাকেজ বাস্তবায়নে বিলম্ব ঘটিয়েছে।

সহায়তার অঙ্কটি প্রথম প্রকাশ করা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, শ্বেতাঙ্গনিবাসের এই অনুষ্ঠানে গবাদিপশু খামারি ও শস্য উৎপাদনকারীরা অংশ নেবেন, যাদের মধ্যে শস্য, সয়াবিন, তুলা ও আলুর চাষিরাও থাকবেন।

 


এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত