ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মার্কিন আধিপত্য বিস্তারের জন্য ভেনেজুয়েলায় দীর্ঘ উপস্থিতির পরিকল্পনা ট্রাম্পের



মার্কিন আধিপত্য বিস্তারের জন্য ভেনেজুয়েলায় দীর্ঘ উপস্থিতির পরিকল্পনা ট্রাম্পের
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বুধবার দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। 

যুক্তরাষ্ট্র কতদিন ভেনেজুয়েলায় থাকবেতিন মাস, ছয় মাস, এক বছর নাকি তারও বেশি? এমন প্রশ্নের উত্তরে সরাসরি কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি ট্রাম্প। তিনি বলেন, 'আমি বলব, আরও অনেক দীর্ঘ সময়।' একইসঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন আধিপত্যের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন ট্রাম্প। বলেন, 'সময়ই বলে দেবে।'

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল পরিমাণ খনিজ তেলের ব্যবহারতেল উত্তোলন বিক্রি কীভাবে করবেন তা তুলে ধরেন। ট্রাম্প বলেন, 'আমরা দেশটিকে আবার গড়ে তুলবখুবই লাভজনকভাবে। আমরা তেল ব্যবহার করব, তেল নেব। এতে তেলের দাম কমবে। আবার ভেনেজুয়েলাকেও অর্থ দেওয়া হবে, যেটা তাদের খুব দরকার।' ট্রাম্প জানান, ইতোমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক লাভ করতে শুরু করেছে। 

একদিন আগেই তিনি ভেনেজুয়েলা থেকে থেকে কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দেন।

তবে ভেনেজুয়েলার তেল খাত পুরোপুরি পুনরুজ্জীবিত করতে বছর লেগে যাবে বলে মনে করেন ট্রাম্প। 

মার্কিন যুক্তরাষ্ট্রে কারাবন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠজন হওয়া স্বত্ত্বেও দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে 'প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছে' বলেও দাবি করেন ট্রাম্প। 

 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : আন্তর্জাতিক ভেনেজুয়েলা সর্বশেষ আপডেট যুক্তরাষ্ট্র

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


মার্কিন আধিপত্য বিস্তারের জন্য ভেনেজুয়েলায় দীর্ঘ উপস্থিতির পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বুধবার দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন। 

যুক্তরাষ্ট্র কতদিন ভেনেজুয়েলায় থাকবেতিন মাস, ছয় মাস, এক বছর নাকি তারও বেশি? এমন প্রশ্নের উত্তরে সরাসরি কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি ট্রাম্প। তিনি বলেন, 'আমি বলব, আরও অনেক দীর্ঘ সময়।' একইসঙ্গে ভেনেজুয়েলায় মার্কিন আধিপত্যের বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন ট্রাম্প। বলেন, 'সময়ই বলে দেবে।'

সাক্ষাৎকারে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল পরিমাণ খনিজ তেলের ব্যবহারতেল উত্তোলন বিক্রি কীভাবে করবেন তা তুলে ধরেন। ট্রাম্প বলেন, 'আমরা দেশটিকে আবার গড়ে তুলবখুবই লাভজনকভাবে। আমরা তেল ব্যবহার করব, তেল নেব। এতে তেলের দাম কমবে। আবার ভেনেজুয়েলাকেও অর্থ দেওয়া হবে, যেটা তাদের খুব দরকার।' ট্রাম্প জানান, ইতোমধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেল থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক লাভ করতে শুরু করেছে। 

একদিন আগেই তিনি ভেনেজুয়েলা থেকে থেকে কোটি ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দেন।

তবে ভেনেজুয়েলার তেল খাত পুরোপুরি পুনরুজ্জীবিত করতে বছর লেগে যাবে বলে মনে করেন ট্রাম্প। 

মার্কিন যুক্তরাষ্ট্রে কারাবন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠজন হওয়া স্বত্ত্বেও দেশটির বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান দেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে 'প্রয়োজনীয় সবকিছুই দিচ্ছে' বলেও দাবি করেন ট্রাম্প। 

 

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত