ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যুক্তরাষ্ট্র মাদুরোকে আনলে মোদি কেন পারবেন না?



যুক্তরাষ্ট্র মাদুরোকে আনলে মোদি কেন পারবেন না?
ছবি: সংগৃহীত

ভারতের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে ২৬/১১ মুম্বাই হামলার নেপথ্যের হোতাদের পাকিস্তান থেকে ভারতে ফেরানো উচিত।

ওয়াইসি যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে কারাকাসে মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন, যেখানে তার বিরুদ্ধে কথিত নারকো-সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলবে। 

ওয়াইসি বলেন, ‘আজ আমরা শুনলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের দেশ থেকে অপহরণ করতে পারেন, তাহলে আপনি (প্রধানমন্ত্রী মোদী) পাকিস্তানেও যেতে পারেন এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন। আমরা বলতে চাইছি, মোদিজি — কেন আপনি পাকিস্তানে সেনা পাঠিয়ে ২৬/১১ হামলার নেপথ্যের হোতাদের ভারতে ফিরিয়ে আনতে পারবেন না? সে মাসুদ আজহারই হোক বা লস্কর-ই-তৈবার কোনো নিষ্ঠুর জঙ্গি।’

মাসুদ আজহারসহ লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলা পরিচালনার অভিযোগ রয়েছে। ওই হামলায় অন্তত ১৭০ জন প্রাণ হারায়।

প্রধানমন্ত্রী মোদির আগের মন্তব্য,‘অবকি বার ট্রাম্প সরকার। ’স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যদি ট্রাম্প পারেন, মোদিজি—আপনিও কোনো অংশে কম নন। যদি ট্রাম্প পারেন, তবে আপনাকেও সেটা করতে হবে।’

মুম্বাই সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মাদুরোর গ্রেপ্তারের দিনেই ওয়াইসি এ মন্তব্য করেন। 


এমএইছ /ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


যুক্তরাষ্ট্র মাদুরোকে আনলে মোদি কেন পারবেন না?

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

ভারতের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেভাবে ২৬/১১ মুম্বাই হামলার নেপথ্যের হোতাদের পাকিস্তান থেকে ভারতে ফেরানো উচিত।

ওয়াইসি যুক্তরাষ্ট্রের একটি সামরিক অভিযানে কারাকাসে মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন, যেখানে তার বিরুদ্ধে কথিত নারকো-সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলবে। 

ওয়াইসি বলেন, ‘আজ আমরা শুনলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার নিজের দেশ থেকে অপহরণ করতে পারেন, তাহলে আপনি (প্রধানমন্ত্রী মোদী) পাকিস্তানেও যেতে পারেন এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন। আমরা বলতে চাইছি, মোদিজি — কেন আপনি পাকিস্তানে সেনা পাঠিয়ে ২৬/১১ হামলার নেপথ্যের হোতাদের ভারতে ফিরিয়ে আনতে পারবেন না? সে মাসুদ আজহারই হোক বা লস্কর-ই-তৈবার কোনো নিষ্ঠুর জঙ্গি।’

মাসুদ আজহারসহ লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলা পরিচালনার অভিযোগ রয়েছে। ওই হামলায় অন্তত ১৭০ জন প্রাণ হারায়।

প্রধানমন্ত্রী মোদির আগের মন্তব্য,‘অবকি বার ট্রাম্প সরকার। ’স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘যদি ট্রাম্প পারেন, মোদিজি—আপনিও কোনো অংশে কম নন। যদি ট্রাম্প পারেন, তবে আপনাকেও সেটা করতে হবে।’

মুম্বাই সিটি করপোরেশনের নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে মাদুরোর গ্রেপ্তারের দিনেই ওয়াইসি এ মন্তব্য করেন। 


এমএইছ /ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত