ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে
জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। গত বুধবার রাতে তিনি বলেন, ‘গত শনিবার
প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য কারাকাসে ট্রাম্প বাহিনী
হামলা চালিয়েছে। মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে “ঠান্ডা মাথায় হত্যা”
করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত সাপ্তাহিক অনুষ্ঠানে এসব কথা বলেন কাবেলো।
কাবেলো নিহতদের ‘সাহসী যোদ্ধা’ বলে প্রশংসা করেন। ওই
অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে মঙ্গলবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের রাষ্ট্রীয়
শোক ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। মাদুরোকে আটকের পাঁচদিন পেরিয়ে গেলেও কারাকাস
আনুষ্ঠানিকভাবে এর আগে নিহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। ভেনেজুয়েলার সেনাবাহিনী কেবল তাদের নিহত ২৩
সদস্যের একটি নামের তালিকা প্রকাশ করেছে।
কাবেলো জানান, অভিযানের
সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর
পায়ে আঘাত লাগে। তবুও তাদের জোরপূর্বক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। কেবল ভেনেজুয়েলার সেনাই নয়, কারকাসে যুক্তরাষ্ট্রের হামলায়
প্রতিবেশী দেশ কিউবারও অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন বলে জানান কাবেলো। নিকোলাস
মাদুরোর সামরিক বাহিনীর সঙ্গে কিউবার সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও
ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছিলেন।
এমএইছ / ধ্রুবকন্ঠ
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
নিকোলাস মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে
জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো। গত বুধবার রাতে তিনি বলেন, ‘গত শনিবার
প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য কারাকাসে ট্রাম্প বাহিনী
হামলা চালিয়েছে। মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে “ঠান্ডা মাথায় হত্যা”
করা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নির্ধারিত সাপ্তাহিক অনুষ্ঠানে এসব কথা বলেন কাবেলো।
কাবেলো নিহতদের ‘সাহসী যোদ্ধা’ বলে প্রশংসা করেন। ওই
অভিযানে নিহত সেনা সদস্যদের স্মরণে মঙ্গলবার থেকে দেশজুড়ে এক সপ্তাহের রাষ্ট্রীয়
শোক ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। মাদুরোকে আটকের পাঁচদিন পেরিয়ে গেলেও কারাকাস
আনুষ্ঠানিকভাবে এর আগে নিহতদের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। ভেনেজুয়েলার সেনাবাহিনী কেবল তাদের নিহত ২৩
সদস্যের একটি নামের তালিকা প্রকাশ করেছে।
কাবেলো জানান, অভিযানের
সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর
পায়ে আঘাত লাগে। তবুও তাদের জোরপূর্বক অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। কেবল ভেনেজুয়েলার সেনাই নয়, কারকাসে যুক্তরাষ্ট্রের হামলায়
প্রতিবেশী দেশ কিউবারও অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন বলে জানান কাবেলো। নিকোলাস
মাদুরোর সামরিক বাহিনীর সঙ্গে কিউবার সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও
ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছিলেন।
এমএইছ / ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন