ভেনেজুয়েলার দুই শীর্ষ মন্ত্রীকে গ্রেপ্তারের জন্য মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার পর এই ঘোষণা দেওয়া হয়।
রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদুরোকে আটক করার পর তার সরকারের অন্যান্য শীর্ষ নেতাদের কেন গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিষয়টি খুবই সহজ। পুরো দেশজুড়ে গিয়ে সবাইকে ধরে আনা সম্ভব নয়।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে। একইভাবে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে এই পুরস্কারের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অবস্থান করে আরও লোককে ধরার চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। তিনি বলেন, আমরা যদি সেখানে থেকে যেতাম, তাহলে কী ধরনের চিৎকার ও প্রতিবাদ শুরু হতো, তা মানুষ কল্পনাই করতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারটি অর্জন করেছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকেই লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন। কিন্তু এটি মধ্যপ্রাচ্য নয় এবং এখানে যুক্তরাষ্ট্রের মিশন সম্পূর্ণ ভিন্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন এবং তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখা হবে। এসব পদক্ষেপ ওয়াশিংটনকে ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যাপক প্রভাব খাটানোর সুযোগ দেবে বলে তিনি মন্তব্য করেন।
এমএইছ /ধ্রুবকন্ঠ
বিষয় : যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা
.png)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার দুই শীর্ষ মন্ত্রীকে গ্রেপ্তারের জন্য মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার পর এই ঘোষণা দেওয়া হয়।
রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদুরোকে আটক করার পর তার সরকারের অন্যান্য শীর্ষ নেতাদের কেন গ্রেপ্তার করা হয়নি—এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিষয়টি খুবই সহজ। পুরো দেশজুড়ে গিয়ে সবাইকে ধরে আনা সম্ভব নয়।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে। একইভাবে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে এই পুরস্কারের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অবস্থান করে আরও লোককে ধরার চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। তিনি বলেন, আমরা যদি সেখানে থেকে যেতাম, তাহলে কী ধরনের চিৎকার ও প্রতিবাদ শুরু হতো, তা মানুষ কল্পনাই করতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারটি অর্জন করেছি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে অনেকেই লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন। কিন্তু এটি মধ্যপ্রাচ্য নয় এবং এখানে যুক্তরাষ্ট্রের মিশন সম্পূর্ণ ভিন্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন এবং তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বজায় রাখা হবে। এসব পদক্ষেপ ওয়াশিংটনকে ভবিষ্যৎ পরিস্থিতিতে ব্যাপক প্রভাব খাটানোর সুযোগ দেবে বলে তিনি মন্তব্য করেন।
এমএইছ /ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন