ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভূমিকম্পে কেঁপে উঠলো ইসরাইল


প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভূমিকম্পে কেঁপে উঠলো ইসরাইল
ছবি: সংগৃহীত

দক্ষিণ ইসরাইলে . মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। এদিন স্থানীয় সময় সকাল ৯টার দিকে কম্পনটি অনুভূত হয়। ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

 

বিষয় : ভূমিকম্প ইসরাইল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ভূমিকম্পে কেঁপে উঠলো ইসরাইল

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

দক্ষিণ ইসরাইলে . মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। এদিন স্থানীয় সময় সকাল ৯টার দিকে কম্পনটি অনুভূত হয়। ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

 


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত