পাকিস্তান
ও
বাংলাদেশের
মধ্যে
সাম্প্রতিক
সময়ে
সম্পর্ক
আরও
ঘনিষ্ঠ
হওয়ায়
দুই
দেশের
মধ্যে
সরাসরি
ফ্লাইট
পরিষেবা
পুনরায়
চালুর
পথ
তৈরি
হয়েছে।
এরই
ধারাবাহিকতায়
ঢাকা
ও
করাচির
মধ্যে
ফ্লাইট
পরিচালনার
অনুমতি
দেওয়া
হয়েছে,
ফলে
পাকিস্তান
ও
বাংলাদেশের
মধ্যে
সরাসরি
ফ্লাইট
আবারও
চালু
হতে
যাচ্ছে।
বর্তমানে
দুই
দেশের
মধ্যে
যাতায়াতকারী
যাত্রীরা
দুবাই
বা
দোহা
হয়ে
যাতায়াত
করছেন।
পাক
মিডিয়া
জিও
নিউজের
প্রতিবেদনে
বলা
হয়,
বাংলাদেশের
জাতীয়
এয়ারলাইন্স
বিমান
বাংলাদেশ
এয়ারলাইন্সকে
দেওয়া
এই
অনুমোদন
প্রাথমিকভাবে
২০২৬
সালের
৩০
মার্চ
পর্যন্ত
কার্যকর
থাকবে।
পরবর্তীতে
এই
অনুমোদন
পুনর্বিবেচনা
করা
হতে
পারে।
অনুমোদন
অনুযায়ী,
বাংলাদেশি
এয়ারলাইন্স
নির্ধারিত
ও
অফিসিয়ালি
অনুমোদিত
রুট
ব্যবহার
করে
পাকিস্তানের
আকাশসীমা
অতিক্রম
করতে
পারবে।
সিভিল
এভিয়েশন
অথরিটি
(সিএএ)
সূত্র
জানিয়েছে,
বিমান
বাংলাদেশ
এয়ারলাইন্সকে
যে
রুটে
পাকিস্তানে
ফ্লাইট
পরিচালনার
অনুমতি
দেওয়া
হয়েছে,
তা
কঠোরভাবে
অনুসরণ
করতে
হবে।
ঢাকা
থেকে
ফ্লাইট
ছাড়ার
আগে
করাচি
বিমানবন্দর
কর্তৃপক্ষকে
ফ্লাইটের
বিস্তারিত
তথ্য
জানাতে
হবে।
একই
সঙ্গে
অপারেশনাল
সমন্বয়
ও
নিরাপত্তা
সংক্রান্ত
সম্মতি
নিশ্চিত
করতে
হবে।
সূত্র
আরও
জানিয়েছে,
আগামী
জানুয়ারি
মাসের
শেষের
দিকে
পাকিস্তান
ও
বাংলাদেশের
মধ্যে
সরাসরি
ফ্লাইট
শুরু
হওয়ার
সম্ভাবনা
রয়েছে।
এর
আগে
পাকিস্তানে
নিযুক্ত
বাংলাদেশের
হাইকমিশনার
ইকবাল
হোসেন
খান
নিশ্চিত
করেছিলেন,
বিমান
বাংলাদেশ
এয়ারলাইন্স
করাচিতে
সপ্তাহে
তিনটি
ফ্লাইট
চালুর
প্রস্তুতি
নিচ্ছে।
ফরেন
সার্ভিসেস
একাডেমিতে
দেওয়া
তার
এক
বক্তব্যের
ফাঁকে
দ্য
নিউজের
সঙ্গে
আলাপকালে
এ
কথা
জানান তিনি।
সূত্র: জিও নিউজ
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন