ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান



পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরের কাছে নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা হস্তান্তর করেছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, পারমাণবিক স্থাপনার পাশাপাশি দুই দেশ নিজেদের কারাগারে বন্দি থাকা নাগরিকদের তথ্যও একে অপরের সাথে বিনিময় করেছে।

পারমাণবিক স্থাপনায় হামলা রোধে ১৯৮৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে দুই দেশ তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোর তালিকা বিনিময় করে। চুক্তির মূল লক্ষ্য হলো—ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হলে এই স্থাপনাগুলোকে হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা।

একই দিনে ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের কারাগারে বন্দি থাকা অপর দেশের নাগরিকদের তালিকা আদান-প্রদান করেছে। ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দি আছেন এবং পাকিস্তানও তাদের কাছে থাকা ভারতীয় বন্দিদের সংখ্যা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত মে মাসে সীমান্তে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছিল। তবে সম্প্রতি ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য বিনিময়ের মাধ্যমে দেশ দুটি পুনরায় কূটনৈতিক বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ভারত পাকিস্তান আন্তর্জাতিক

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত ও পাকিস্তান

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান একে অপরের কাছে নিজেদের পারমাণবিক স্থাপনার তালিকা হস্তান্তর করেছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, পারমাণবিক স্থাপনার পাশাপাশি দুই দেশ নিজেদের কারাগারে বন্দি থাকা নাগরিকদের তথ্যও একে অপরের সাথে বিনিময় করেছে।

পারমাণবিক স্থাপনায় হামলা রোধে ১৯৮৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিনে দুই দেশ তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোর তালিকা বিনিময় করে। চুক্তির মূল লক্ষ্য হলো—ভবিষ্যতে কোনো দ্বন্দ্ব বা যুদ্ধ শুরু হলে এই স্থাপনাগুলোকে হামলার ঝুঁকি থেকে মুক্ত রাখা।

একই দিনে ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের কারাগারে বন্দি থাকা অপর দেশের নাগরিকদের তালিকা আদান-প্রদান করেছে। ভারত জানিয়েছে তাদের কারাগারে কতজন পাকিস্তানি বন্দি আছেন এবং পাকিস্তানও তাদের কাছে থাকা ভারতীয় বন্দিদের সংখ্যা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত মে মাসে সীমান্তে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছিল। তবে সম্প্রতি ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য বিনিময়ের মাধ্যমে দেশ দুটি পুনরায় কূটনৈতিক বিশ্বাস স্থাপনের চেষ্টা করছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত