ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইরানের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই নেয়া হবে: ট্রাম্প



ইরানের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই নেয়া হবে: ট্রাম্প
ছবি : সংগৃহীত



ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিকল্প পদক্ষেপ পর্যালোচনায় রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি আমরা। সামরিক বাহিনী নিয়ে কাজ করছে এবং কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনায় আছে। শিগগিরই আমরা একটি সিদ্ধান্ত নেব।

ট্রাম্প দাবি করেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানে তীব্র মূল্যস্ফীতির কারণে ১৫ দিন আগে আন্দোলন শুরু হয়। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে পর্যন্ত কমপক্ষে ৫৩৮ জন নিহত এবং সাড়ে ১০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। রোববার এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েলসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক নৌ পরিবহন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্প ইরান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


ইরানের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই নেয়া হবে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image



ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সামরিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিকল্প পদক্ষেপ পর্যালোচনায় রয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি আমরা। সামরিক বাহিনী নিয়ে কাজ করছে এবং কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনায় আছে। শিগগিরই আমরা একটি সিদ্ধান্ত নেব।

ট্রাম্প দাবি করেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, একটি বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগেই আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানে তীব্র মূল্যস্ফীতির কারণে ১৫ দিন আগে আন্দোলন শুরু হয়। পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই আন্দোলনে পর্যন্ত কমপক্ষে ৫৩৮ জন নিহত এবং সাড়ে ১০ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। রোববার এক বিবৃতিতে তথ্য জানানো হয়।

এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েলসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক নৌ পরিবহন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

 

এমএইছ / ধ্রুবকন্ঠ


ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত