ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রামে একদিনে তাপমাত্রা ৭ ডিগ্রি কমল

চট্টগ্রামে জেঁকে বসেছে শীত। একদিনের ব্যবধানে স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।আজ সোমবার (০৫ জানুয়ারি) চট্টগ্রামের পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস কম। আগের দিন গতকাল রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে স্বাভাবিক থেকে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, চলতি শীত মৌসুমে গতকালই চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা কমার রেকর্ড। একদিনে ৭ ডিগ্রি কমার রেকর্ড নেই এই শীতে।এর আগে গত কয়েকদিনে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম ছিল। হঠাৎ করে গতকাল তাপমাত্রা বেশি কমে গেছে। এদিকে গতকাল প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে জবুথবু অবস্থা। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। আজ দিনের শেষ দিকে রোদ উঠলেও দিনভর কনকনে শীত ছিল। তবে শীতের পোশাক কিনতে নগরের হকার্স মার্কেট, তামাকুমণ্ড লেন, মহল মার্কেট, রেয়াজউদ্দীন বাজারে ভিড় ছিল। চট্টগ্রামের পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা বসির আহম্মেদ হাওলাদার সোমবার বিকেলে জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ও কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।  এনএম/ধ্রুবকন্ঠ

চট্টগ্রামে একদিনে তাপমাত্রা ৭ ডিগ্রি কমল