ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মিরপুরে নোয়াখালীকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭ ওভারেই জয় নিশ্চিত করে নেয় তারা। অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখেন অধিনায়ক শেখ মেহেদী হাসান।এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার পাশাপাশি প্রথম কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত করল চট্টগ্রাম। অন্যদিকে এই হারে আনুষ্ঠানিকভাবে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হলো নোয়াখালীর।সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে বিপাকে পড়ে চট্টগ্রাম। রানের খাতা খোলার আগেই প্রথম উইকেট হারান তারা। ৪ বল খেলে শূন্য রানে হাসান মাহমুদের বলে আউট হন মাহমুদুল হাসান জয়।এরপর ইহসানউল্লাহর শিকার হয়ে ৫ বলে ৭ রান করে ফেরেন মোহাম্মদ হারিস। একই বোলারের বলে ৮ বল খেলেও রানের খাতা খুলতে না পারা মাহফুজুল ইসলামও বিদায় নেন। সাব্বির হোসেনের বলে আগ্রাসী ব্যাটিং করা মোহাম্মদ নাঈম থামেন ১৮ রানে। ৭ বলে ২ চার ও ১ ছক্কা হাঁকান তিনি। চাপের মুখে পঞ্চম উইকেটে হাসান নাওয়াজকে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন অধিনায়ক শেখ মেহেদী। নাওয়াজ ১৪ বলে ১১ রান করে স্টাম্পিংয়ের শিকার হলেও অপর প্রান্তে অবিচল ছিলেন মেহেদী। শেষ দিকে আসিফ আলীর সঙ্গে ৫৯ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করেন মেহেদী। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন তিনি। আসিফ আলী ৩০ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৬ রান করেন। নোয়াখালীর হয়ে ইহসানউল্লাহ ২৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন। এছাড়া হাসান মাহমুদ, সাব্বির হোসেন ও জহির খান একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাট করে নোয়াখালী ১৮.৫ ওভারে ১২৬ রানেই অলআউট হয়ে যায়। সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিয়ার সেরা বোলিং করেন শরিফুল ইসলাম। তিনি ৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে ১ মেইডেনসহ ৫ উইকেট নেন। এছাড়া অধিনায়ক শেখ মেহেদী হাসান দারুণ বোলিংয়ে ১২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। নোয়াখালীর ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। এছাড়া জাকের আলী ২৩ এবং সাব্বির হোসেন ২২ রান করেন।   এনএম/ধ্রুবকন্ঠ

নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস