শাপলা চত্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৩ সপ্তাহের সময়
এগারো বছর আগে রাজধানী ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যে মামলা হয়েছে,
সেই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে আরো তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে প্রসিকিউশনকে। আগামী ৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করা হয়েছে।আজ সোমবার (১২ জোনুয়ারি) প্রসিকিউশনের আবেদনে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা পড়েছে। আশা করছেন, নির্ধারিত তারিখের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ আকারে তা ট্রাইব্যুনালে দাখিল করতে পারবেন। সোমবার এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য ছিল। এ জন্য গ্রেপ্তার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু,
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান,
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক,
পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড নিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতক আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে ২১ জনের বিরুদ্ধে এই অভিযোগ করেন তিনি।
এনএম/ধ্রুবকন্ঠ