দেবীদ্বারে ৩ কেজি গাঁজা উদ্ধার : আটক ৩ জন
কুমিল্লার জেলার
দেবীদ্বারে ৩ কেজি গাঁজা উদ্ধারসহ তিন জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (২৭
নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড
ও ভিড়াল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ শুক্রবার (২৮ নভেম্বর)
দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।আটকরা
হচ্ছেন উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাবুল মিয়া (৫৮), খলিল মিয়ার
ছেলে মোস্তফা (২২) এবং আব্দুস সামাদের ছেলে মো. সিয়াম (১৯)।স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ কল এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে,
জাকির হোসেন নামে এক মাদক কারবারি ৩ কেজি গাঁজাসহ স্থানীয়দের হাতে আটক হয়েছেন। তবে
তাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে স্থানীয়রা বাবুল মিয়া, মোস্তফা ও সিয়ামকে ধরে
কালিকাপুর সিএনজি সমিতির কার্যালয়ে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে দেবীদ্বার
থানার এসআই ভবতোষ কান্তি দে’র নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।আটকদের জিজ্ঞাসাবাদে
জানা যায়, জাকির হোসেন ভিড়াল্লা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন। পুলিশ সেখানে
অভিযান চালালে জাকির পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।
ব্যাগটি তল্লাশি করে পুলিশ ৩ কেজি গাঁজা উদ্ধার করে।দেবীদ্বার
থানার ওসি (তদন্ত) মইন উদ্দিন জানান, ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
দায়ের করা হয়েছে এবং আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক
জাকিরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এনএম/ধ্রুবকন্ঠ