দাউদকান্দিতে ২৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী
কুমিল্লার দাউদকান্দিতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হচ্ছেন—
চট্টগ্রামের খুলশী থানার লালখান এলাকার বাসিন্দা মো.
আলী আজগরের ছেলে মো.
আলী আরমান
(২৬),
একই জেলার ভূজপুর থানার বাসিন্দা উজ্জল কান্তি দেবের ছেলে উৎপল দেব
(১৯)
ও বাকলিয়া থানা এলাকার বাসিন্দা মো.
সাইফুল ইসলামের ছেলে সাইদ ইসলাম সারার
(২০)।পুলিশ সূত্র জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে দাউদকান্দির মেঘনা–গোমতী সেতু টোল প্লাজার আনুমানিক ১০০ গজ পশ্চিমে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।পরে একটি টয়োটা প্রাইভেটকারে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ