অগ্নিকাণ্ডে জামায়াত নেতার বসতবাড়ি পুড়ে ছাই : ক্ষতি ১৫ লাখ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে
ইসলামীর সেক্রেটারি পরাগ আহমেদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরাগ আহমেদের বাড়িতে এ অগ্নিকাণ্ড
ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ পরাগ আহমেদের বসতঘরে
অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘরের দুটি কক্ষের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৫
লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি পরাগ আহমেদ বলেন, ‘দুপুর
২টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। ধারণা করা
যাচ্ছে ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের
ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমাদের স্টেশন থেকে ঘটনাস্থল খুব কাছে হওয়ায় ৫ মিনিটের
মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কিন্তু ততক্ষণে বাসা ও ২ রুমের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে।
এনএম/ধ্রুবকন্ঠ