ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আনিস আলমগীর ও শাওন: মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলার বাদী আরিয়ান আহমেদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি আনিস আলমগীর ও শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে আরিয়ান আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা নিজেদের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।বাদীর দাবি, গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে অজ্ঞাতনামা কয়েকটি মোবাইল নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে তাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয় এবং না হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি তার ও পরিবারের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করেছে বলে অভিযোগে বলা হয়েছে।এ কারণে নিজের এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান আরিয়ান আহমেদ। তিনি হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  এনএম/ধ্রুবকন্ঠ 

আনিস আলমগীর ও শাওন: মামলার বাদীকে প্রাণনাশের হুমকি