ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

গাজায় হামাস আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে: মার্কিন সিনেটর

মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম রবিবার ইসরায়েল সফরে গিয়ে হামাস ও হিজবুল্লাহকে পুনরায় অস্ত্র সংগ্রহের অভিযোগ করে দাবি করেন, ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠীটি গাজায় নিজেদের ক্ষমতা আরো সুসংহত করার চেষ্টা করছে।ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের পর অক্টোবর থেকে একটি নাজুক যুদ্ধবিরতি বজায় আছে, যদিও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করছে।ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি পৃথক যুদ্ধবিরতি ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হয়, এক বছরেরও বেশি সময়ের সংঘর্ষের পর। তবে এর পরও ইসরায়েল লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে।ইরানঘনিষ্ঠ এই দুই গোষ্ঠীর অস্ত্রভাণ্ডার ভেঙে দেওয়া—ইসরায়েলের দৃষ্টিতে—যেকোনো স্থায়ী শান্তির জন্য একটি প্রধান শর্ত।প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় গ্রাহাম বলেন, ‘আমার ধারণা, হামাস নিরস্ত্র হচ্ছে না, বরং তারা পুনরায় অস্ত্র সংগ্রহ করছে।’তিনি আরো বলেন, ‘আমার ধারণা, তারা গাজায় ক্ষমতা সুসংহত করার চেষ্টা করছে এবং তা ছাড়তে চাচ্ছে না।’দক্ষিণ ক্যারোলিনার এই রিপাবলিকান সিনেটর, যিনি গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতায় ভূমিকা রাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র—যোগ করেন, তার বিশ্বাস হিজবুল্লাহও একইভাবে পুনরায় অস্ত্র সংগ্রহের চেষ্টা করছেগ্রাহামের ভাষায়, ‘আমার ধারণা, হিজবুল্লাহ আরো অস্ত্র বানানোর চেষ্টা করছে… এটা গ্রহণযোগ্য ফলাফল নয়।’এর জবাবে নেতানিয়াহু বলেন, ‘দুই ক্ষেত্রেই আপনি ঠিক বলেছেন,’ এবং সিনেটরকে ‘ইসরায়েলের একজন মহান বন্ধু’ হিসেবে প্রশংসা করেন।গ্রাহামের মন্তব্য আসে এমন এক সময়, যখন এর এক দিন আগে গাজা যুদ্ধে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছেন।তবে ইসরায়েল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ নিজেও বারবার তাদের অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানিয়েছে।  এমএইছ / ধ্রুবকন্ঠ

গাজায় হামাস আরও শক্তিশালী অবস্থান তৈরি করছে: মার্কিন সিনেটর