ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদির ওপর গুলির প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান গেটেই এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের উদ্দেশে বলতে চাই, তোমাদের এই নোংরা হামলার জবাব দেওয়া হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।তারা আরও বলেন, দেশে ডিজিএফআই, এনএসআইসহ এতো গোয়েন্দা সংস্থা থেকে লাভ কি যদি এভাবে হামলা হয়। হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার দোসররা এখনো রয়ে গেছে। সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনার জন্য মোনাজাত করা হয়।বিক্ষোভ ও সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের হাবিপ্রবি শাখার সদস্য সচিব আসাদুজ্জামান নুর, জুলাই যোদ্ধা মো. রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  এনএম/ধ্রুবকন্ঠ

হাদির ওপর গুলির প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ-মিছিল