সদ্য বিদায়ী ২০২৫ সালে সারাদেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত ও ১৬ হাজার ৪৭৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায় এবং সবচেয়ে কম বরিশালে।সম্প্রতি 'রোড সেফটি ফাউন্ডেশন'-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাগুলোর মধ্যে- রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন।অপরদিকে, নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। পাশাপাশি ১২৩ জন আহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন।এতে আরও জানানো হয়, গত বছর ১৮-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫ হাজার ৭২৩ জন। সবশেষ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কেবলমাত্র মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ।প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৫৬৪ জন পথচারী নিহত হয়েছেন। এনএম/ধ্রুবকন্ঠ