কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নম্বর মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আহসান হাবিব ভূঁইয়া সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ
(ওসি)
সাব্বির মোহাম্মদ সেলিম।তিনি জানান,
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়েছে।থানা
পুলিশ
সূত্রে
জানা
যায়,
আহসান
হাবিব
ভূঁইয়া
সোহাগের
বিরুদ্ধে
বৈষম্যবিরোধী
ছাত্র
আন্দোলনে
হামলার
ঘটনায়
দেবিদ্বার
থানায়
দায়ের
করা
একটি
মামলায়
তাকে
গ্রেপ্তার
দেখানো
হয়েছে।গ্রেপ্তার সোহাগ মেম্বার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আছাদনগর গ্রামের নসু মিয়া ভূঁইয়ার ছেলে।তিনি বর্তমানে মালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মালাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান,
দেবীদ্বার থানার একটি মামলার ভিত্তিতে আহসান হাবিব ভূঁইয়া সোহাগ মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এনএম/ধ্রুবকন্ঠ