ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

স্বর্ণের দাম কমেছে বিশ্ববাজারে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমে এসেছে।রয়টার্সের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক সময় অনুযায়ী সকাল ৫টা ৩৯ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২৩ দশমিক ২০ ডলারে নেমে আসে। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচারও শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩২ ডলারে লেনদেন হয়।বিশ্লেষকরা বলছেন, ‘ডলারের মান শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণের দাম বেড়ে যায়। এতে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলক কম আকর্ষণীয় হয়ে পড়ে, যার প্রভাব পড়ছে চাহিদায়। এর আগের দিন বুধবারও স্বর্ণের দামে পতন দেখা গেছে।‘বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা এবং ভেনেজুয়েলার পরিস্থিতি ঘিরে উত্তেজনা থাকলেও তাৎক্ষণিকভাবে ডলারের শক্ত অবস্থানই স্বর্ণবাজারে বেশি প্রভাব ফেলছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।   এনএম/ধ্রুবকন্ঠ

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম