ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন স্থানীয়রা: মসজিদের মাইকে ঘোষণা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন স্থানীয়রা। কমপ্লিট শাটডাউন কর্মসূচির নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিদ্যালয়ে তালা মারতে গেলে এ ঘোষণা দেন স্থানীয়রা।আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের ৩৯ নং বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এ সময় স্কুলে তালা মারতে আসা আন্দোলনকারী দুই শিক্ষক স্থানীয়দের তোপের মুখে পড়ে স্কুল ছাড়েন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সানজিদা রহমান তার সরকারি ফেসবুক পেজ থেকে পরীক্ষা হবে এ বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন।এরপর অভিভাবকরা তাঁদের সন্তানদের নিয়ে বিদ্যালয়ে যান। পরে এলাকা লোকজনের সহায়তায় পরীক্ষা নেওয়া শুরু হলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩৯ নং বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিল্পী ভট্টাচার্য স্কুলের বার্ষিক পরীক্ষা নিতে গেলে আন্দোলনকারী সহকারী শিক্ষক মোখলেছুর রহমান ও সাইদুল ইসলাম বিদ্যালয়ে তালা দেয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে পরীক্ষা হবে এমন ঘোষণা দেয়।এতে স্কুলের মোট শিক্ষার্থীর ১৩ জন ছাড়া সব শিক্ষার্থী অংশ নেয়। পরে ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ায় হয় বলে জানান প্রধান শিক্ষক শিল্পী রাণী ভট্টাচার্য।  সরেজমিন দেখা যায়, পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন অভিভাবক ও ওই স্কুলের সাবেক শিক্ষার্থীরা। পরীক্ষা শেষ করে উত্তরপত্র জমা দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন তারা। তবে আন্দোলনকারী সহকারী শিক্ষক মোখলেছুর রহমান ও সাইদুল ইসলাম বিদ্যালয়ে তালা দেওয়ার কথা অস্বীকার করে জানান, এটা অপপ্রচার। নিরাপত্তার কারণে আমরা বিদ্যালয় ত্যাগ করেছিলাম।এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জানান, বিষয়টি জানতে পেরেছি। আশা করছি অচিরেই এ সমস্যার সমাধান হবে।  এনএম/ধ্রুবকন্ঠ

প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন স্থানীয়রা: মসজিদের মাইকে ঘোষণা