স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় অংশ নেন তরিকুল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কে। তার জানাজায় অংশ নিতে রাজধানীর অদূরের উপজেলা সাভার থেকে এসেছেন তরিকুল ইসলাম। সম্প্রতি ভূমিকম্পের সময় তার পা ভেঙে যায়
এবং আর এ ভাঙা পা নিয়েই স্ক্র্যাচে ভর দিয়ে এসেছেন তিনি। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণভবন রোডে দেখা যায় তাকে।বেগম খালেদা জিয়াকে ভালোবাসি বলে জানাজায় অংশ নিতে এসেছি মন্তব্য করে তরিকুল বলেন,
সাভার থেকে গাবতলীর মাজার রোড পর্যন্ত ভ্যানে এবং গাবতলী থেকে পায়ে হেঁটে রওয়ানা হয়েছি। এখন জানাজায় অংশ নেব।এসময় তিনি জানান,
তরিকুলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায়।মির্জা ফখরুল তার প্রতিবেশী বলেন তিনি। তরিকুল বলেন, ‘মঙ্গলবার খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে তিনি সিদ্ধান্ত নেন- জানাজায় অংশ নেবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী সকালেই বের হন সাভারের বাসা থেকে। সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে গাবতলী মাজার রোডে এসে পৌঁছান ১০টায়।
এরপর সেখান থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছান স্ক্র্যাচে
ভর দিয়েই।‘তরিকুলের এই অদম্য ইচ্ছাকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ