দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বহুদিন ধরেই ধরে রেখেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। আবারও সেই ধারাবাহিকতার উজ্জ্বল প্রমাণ রেখে ২০২৫ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় বিপুল পরিমাণ বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটি অভিভূত করেছে শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের।চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১০ জন ট্যালেন্টপুলসহ মোট ৫১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষায় ৮ জন ট্যালেন্টপুলসহ ৯১ জন বৃত্তিপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানটিকে ঢাকা শিক্ষা বোর্ডের ৭ম স্থান অর্জনের সম্মান এনে দিয়েছে।বৃত্তি পাওয়ার এই অসাধারণ সাফল্য শিক্ষার্থীদের করেছে আপ্লুত–শিহরিত; অভিভাবকরা হয়েছেন গর্বিত; আর প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে আরো দূরে।প্রতিষ্ঠানের উন্নয়নযাত্রার এই পর্যায়কে শিক্ষকরা বলছেন এক নতুন অগ্রযাত্রার অধ্যায়। বৃত্তি প্রাপ্তির সাফল্য জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—সব স্তরে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, প্রেরণা ও আত্মবিশ্বাসের ফুলকলি হয়ে ফুটে উঠছে।স্কুল ও কলেজ শাখার শিক্ষকদের এক অভ্যন্তরীণ সভায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এত বিপুল সংখ্যক বৃত্তি অর্জনের গৌরব এ পর্যন্ত অর্জন করতে পারেনি। এই অনন্য কৃতিত্বের দাবিদার হলো আমাদের মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষক–অভিভাবকদের নিষ্ঠা, সচেতনতা ও দায়িত্বশীলতার ফলেই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বারবার অসাধ্য সাধন করছে।”বৃত্তি অর্জনের এই ধারাবাহিকতা শুধু শিক্ষার্থীদের সাফল্য নয়; এটি প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান ও ব্যবস্থাপনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতে দেশ–বিদেশের উচ্চশিক্ষার অঙ্গনে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের মেধাবীরা আরও বড় ভূমিকা রাখবে—এমনটাই আশা সংশ্লিষ্ট সবার। এনএম/ধ্রুবকন্ঠ