ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যে ৫ খাবার শীতে সুস্থ থাকতে সাহায্য করে

শীত এলে অনেকেই সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হন। এছাড়া শীতের বৈরী আবহাওয়া ত্বকের জন্য নানা সমস্যা বয়ে আনে। তাই শীতে সুস্থ থাকতে অবশ্যই এই ৫ খাবার খাবেন।টক ফল: শীতের সময়ে শরীরে ফাইবার বা আঁশের ঘাটতি পূরণ করতে এবং ভিটামিন সি যোগ করার জন্য বেশি করে টকজাতীয় ফল খাওয়া উচিত। কমলা, বরই, পেয়ারা-এর মতো ফল ভিটামিন সি-এর চমৎকার উৎস। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং শীতকালে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করে।স্যুপ: শীতে শরীর সুস্থ রাখতে স্যুপ বা ঝোল অত্যন্ত উপকারী। এই সময় নানা ধরনের সবজি, মুরগির মাংস বা ডিম ব্যবহার করে সুস্বাদু ও পুষ্টিকর স্যুপ তৈরি করে খাওয়া যেতে পারে। স্যুপ কেবল শরীর গরম রাখে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।মূলজাতীয় সবজি: বিট, মিষ্টি আলু, গাজর, শালগমের মতো মূলজাতীয় সবজি শীতে শরীর সুস্থ রাখতে বিশেষভাবে সহায়ক। এসব সবজিতে থাকা ভিটামিন ও পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া এগুলো ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। শীতকালে এসব সবজি দেহকে উষ্ণ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মাছ ও শিম: শীতে মাছ খাওয়া বিশেষভাবে উপকারী। শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও আমিষের চাহিদা পূরণ করতে প্রতিদিন দুই বেলা মাছ খেতে পারেন। সপ্তাহে অন্তত দুই দিন খাবারে সামুদ্রিক মাছ রাখা উচিত। এছাড়া মাছের সঙ্গে শিমও যুক্ত করে খাওয়া যেতে পারে, কারণ মাছের ঝোলে শিম সুন্দরভাবে মানিয়ে যায় এবং পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়।পালং শাক: শীতে বাজারে পালং শাক সহজেই পাওয়া যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত উপকারী। পুষ্টিতে সমৃদ্ধ এই শাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যানসার প্রতিরোধী উপাদান এটিকে এক ধরনের ‘সুপারফুড’ হিসেবে পরিচিত করেছে। শীতকালে সুস্থ ও সতেজ থাকতে নিয়মিত পালং শাক খাওয়া বিশেষভাবে উপকারী।   এনএম/ধ্রুবকন্ঠ

যে ৫ খাবার শীতে সুস্থ থাকতে সাহায্য করে