ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানানেন মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে। সিটিস্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।আজ রবিবার (৭ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ড থেকে এ তথ্য জানানো হয়।এর আগে, পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুই দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।উল্লেখ্য, গত ১৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। পাকস্থলির জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপারসনের এন্ডোস্কোপি করা হয়। শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।  এনএম/ধ্রুবকন্ঠ

খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে জানানেন মেডিকেল বোর্ড