ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিগারেট সেবনের ছবি তুলে হুমকি দিয়ে চাঁদা দাবি

রাজধানী ঢাকার ডেমরাতে এক দম্পতির সিগারেট সেবনের ছবি অনলাইনে ভাইরাল করার হুমকি দিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাতে ভুক্তভোগী আমেনা বেগম রত্না অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন।  মামলার আসামিরা হচ্ছেন- ডেমরার সারুলিয়া রসুলনগর এলাকার বাসিন্দা খসরু তালুকদারের ছেলে মো. রাজু তালুকদার (৩০) ও সোবাহানের ছেলে মো. সাব্বির (২০)।  ঘটনাটি ঘটে ডেমরার বামৈল এলাকার কামাল মিয়ার বাড়িতে। ভুক্তভোগী রত্না ও তার স্বামী মো. নোয়াব আলী ওই বাড়ির ভাড়াটিয়া।জানা গেছে, গত তিন মাস আগে আসামি রাজু তালুকদার ও সাব্বির ভুক্তভোগীদের ঘরে প্রবেশ করে ওই দম্পতিকে সিগারেট সেবন অবস্থায় দেখে ছবি তোলেন। এ সময় তাদের ব্ল্যাকমেইল করে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। টাকা না দিলে ওই ছবি অনলাইনে ভাইরাল করার হুমকিও তারা দেন। মানসম্মানের ভয়ে ভুক্তভোগী দম্পতি রাজু ও সাব্বিরকে গত ৩০ সেপ্টেম্বর ২০ হাজার টাকা চাঁদা দেন। গত ১ নভেম্বর তারা আবারও একইভাবে ভুক্তভোগীদের বাসায় ঢুকে আরও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা টাকার জন্য আরও হুমকি দিতে থাকেন।বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি। সিগারেটের ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করা একটি গুরুতর অপরাধ। দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  এনএম/ধ্রুবকন্ঠ

সিগারেট সেবনের ছবি তুলে হুমকি দিয়ে চাঁদা দাবি