ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমার অভিধানের শব্দরা

আমার অভিধানে আক্রমণ কিংবা আত্মরক্ষা এ দুটি শব্দের কোনোটিই নেই, আমার অভিধান মুদ্রিত হয়েছিল পৃথিবীর প্রথম সূর্যোদয়ের নরম আলোয়— যেখানে যুদ্ধের দামামা নেই, কাঁটাতারের দেয়াল নেই, ছিল কেবল শুধু শিশুর চোখের ভেজা মায়া আর নদীর গলায় বয়ে যাওয়া মন্ত্র।আমি জানি না আক্রমণ, আমি জানি না আত্মরক্ষা, আমি কেবল জানি, ভালোবাসা মানে আকাশের বুক ভরে বাতাস হতে পারা, মাটির গন্ধে বেঁচে থাকা, ফুলের মতো নীরবে ফুটে ওঠা।তবু আমি প্রতিবাদ করি— যেখানে রক্তের নদী বয় আমি সেখানে দাঁড়াই শান্তির অগ্নিশিখা হাতে; যারা আক্রমণ বোঝে যারা আত্মরক্ষার ছদ্মবেশে নতুন যুদ্ধের জন্ম দেয়— তাদের সামনে আমি কেবল ভালোবাসার ভাষা রাখি একটি জেদি শান্তির মন্ত্র হয়ে।আমার অভিধান তাই অন্যরকম— যেখানে মৃত্যু নেই, বন্দুক নেই, পারমাণবিক বোমা নেই, আছে কেবল একটি অবিনশ্বর শব্দ যার নাম—মানুষ।লেখক: সাইফুল ইসলাম  এনএম/ধ্রুবকন্ঠ

আমার অভিধানের শব্দরা