ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই: সারজিস আলম

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর সুযোগ নেই।”আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এনসিপি জেলা কমিটির পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কাদা ছোড়া পরিহার করে যুক্তিসংগত সমালোচনা এগিয়ে নিতে হবে। “আমরা কাদা ছোড়াছুড়ি সমর্থন করি না। কোনো অযৌক্তিক কাজ হলে যৌক্তিকভাবে সমালোচনা করব, আর সমালোচনা যদি অযৌক্তিক হয়, সেটিরও সমালোচনা করব। ষড়যন্ত্রকারীদের সুযোগ দিলে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়—এটা আমরা চাই না।”জাতীয় পার্টিকে সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগকে বৈধতা দিয়ে ২৪-এর অভ্যুত্থানের আগ পর্যন্ত যে ভূমিকা তারা রেখেছে, তাতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অবৈধ নির্বাচনের সুবিধাভোগীদের আইনের আওতায় আনা উচিত। তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের নৈতিক, রাজনৈতিক বা আইনগত অধিকার নেই।”তিনি আরও দাবি করেন, জাতীয় পার্টিকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা”।অনুষ্ঠানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এনএম/ধ্রুবকন্ঠ

নির্বাচন পেছানো-আগানোর অবস্থা নেই: সারজিস আলম