ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা সানিকে সাময়িক অব্যাহতি

বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল সানিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।গত রবিবার (১১ জানুয়ারি) রাতে বগুড়া জেলা এনসিপির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মাইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।এনসিপির বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, অব্যাহতি প্রাপ্ত নেতা সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই কারণে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।এ বিষয়ে আব্দুল্লাহ আল সানির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  এনএম/ধ্রুবকন্ঠ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতা সানিকে সাময়িক অব্যাহতি