খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সব সময় লড়াই করে গেছেন : দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন,
“দেশনেত্রী বেগম খালেদা একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য সব সময় লড়াই করে গেছেন। বিগত সরকারের আমলে উনাকে দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন এ দেশের জনগণই আমার সব,
তাদের ছেড়ে আমি কোথাও যাব না।“আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।দিনব্যাপী রূপগঞ্জ ইউনিয়নের রূপগঞ্জ, টানমুশুরী, জাঙ্গীর, পিতলগঞ্জ, সমু মার্কেট, বাঘের আগা, বৌড়ারটেক, ইউসুফগঞ্জে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দিপু ভূঁইয়া বলেন, “আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর পর এদেশে আসার পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে।“তিনি এদেশকে একটি
উন্নত দেশ হিসেবে
গড়ে তুলতে কাজ
করছেন। আপনারা এমন
একজনকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তিনি যেন
এ দেশের উন্নয়নে কাজ করেন।
এনএম/ধ্রুবকন্ঠ