ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।আজ রবিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার ডি.আর হাই স্কুল মাঠ থেকে বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ মিছিলে ‘তুমি কে আমি কে, হাদী হাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দালালী না আজাদী, আজাদী আজাদী’সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্র-জনতা।  মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, হাদি ভাইয়ের মৃত্যুতে আমাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। হাদি ভাইয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে নয়তো সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে। ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদির মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হাদি ভাই প্রমাণ করে দিলো কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হয়।অন্যায়, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা আর কোন হাদীকে হারাতে চাইনা। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্র-জনতা।বিক্ষোভ সমাবেশে বাইজিদ সরকার রুদ্র, জানে আলম, ইমরান সরকার, তাওহীদ আহমেদ তুহিন, তামীম, নেয়ামুল হাসান শিহাব, আশিক আহমেদ, মেরাজ হোসেন মাহি, নাঈম সরকার, সাজ্জাদ খান শান্ত, রাজু আহমেদসহ অসংখ্য ছাত্র-জনতা অংশ নেন।  এনএম/ধ্রুবকন্ঠ

হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ