ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

অস্ত্র নিয়ে সীমান্ত পার হওয়ার সময় সাবেক শিবির নেতা আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মামলা দায়েরের পর তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।এর আগে, ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।জানা যায়, আটক আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলারের বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালানো হয়। এ সময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে একটি দেশীয় ধারালো ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী ও মো. রহিদুল। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।আতিক হাসানের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা বলেন, ‘আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।’পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘বিজিবি আতিক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় দিয়েছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হবে।’  এনএম/ধ্রুবকন্ঠ

অস্ত্র নিয়ে সীমান্ত পার হওয়ার সময় সাবেক শিবির নেতা আটক