ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফোন বা ল্যাপটপ বিক্রির আগে যেসব কাজ অবশ্যই করবেন

স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব—এই ধরনের ডিভাইস মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। ফলে সেটি সার্ভিসিংয়ে দিতেই হয়। আবার কখনো কোনো কারণে বিক্রি করার চিন্তাও মাথায় আসতে পারে। কিন্তু আপনার স্মার্ট গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে কি খেয়াল করছেন, আপনার মূল্যবান ডেটাও তার হাতে তুলে দিচ্ছেন কি না?আপনার স্মার্ট গ্যাজেট অন্যের হাতে তুলে দেওয়ার আগে চিন্তা করুন সেই গ্যাজেটের ডেটা ব্যবহার করে আপনাকে ব্ল্যাকমেল করা হতে পারে কি না? তাই আপনার স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাব রিপেয়ার করা বা বিক্রির আগে জেনে নিন, কী করবেন, কী করবেন না।ডেটা সংরক্ষণআপনার ডিভাইসের যাবতীয় গুরুত্বপূর্ণ ডেটা আগে সংরক্ষণের ব্যবস্থা করুন। এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভে মজুত রাখুন ওই সব ডেটা, যা আপনার পরে কাজে লাগবে।রিসেট করুনআপনার ডিভাইসের ফ্যাক্টরি রিসেট করুন এবং সেটা একবার নয়, যত বেশিবার সম্ভব করতে হবে, যাতে কোনো ডেটা ডিভাইসে থেকে না যায়। ফ্যাক্টরি রিসেটের আগে ম্যানুয়ালি এক একটা গুরুত্বপূর্ণ ফাইল ও ডেটা কপি করে নিজের কাছে সংরক্ষণ করে আলাদা আলাদা ভাবে ডিলিট করুন।ভালো করে দেখে নিন কোনো ছবি বা আগে করা অনলাইন ট্রানজাকশন সংক্রান্ত কোনো তথ্য বাকি রয়ে গেল কি না ওই ডিভাইসে। ফ্যাক্টরি রিসেটের আগে অতি অবশ্যই ডিভাইসের হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করুন। ডেটা ডিলিট করার জন্য অনেকেই প্রথমে ভেবে পান না অত কিছু কিভাবে করবেন। এর জন্য আলাদা ডেটা ওয়াইপ সফটওয়্যারও ব্যবহার করতে পারেন। তবে সেটা সুরক্ষিত কি না, দেখে নিন।অ্যাকাউন্ট লগআউটঅনলাইন ওয়ালেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলে সবগুলো থেকে আগে লগ আউট করবেন। নিয়মিত পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে হয়, এমন অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময়ে পাসওয়ার্ড অটো সেভ অপশন আমরা বে-খেয়ালে চালু করে রাখি। তাই ডিভাইসের ফ্যাক্টরি রিসেটের আগে সব পাসওয়ার্ড ডিলিট করবেন।আইওটি বিচ্ছিন্ন করুনঅনেক সময়ে আমরা স্মার্টফোন বা ল্যাপটপের মতো ডিভাইস থেকে আইওটি (ইন্টারনেট অফ থিংস) নির্ভর গ্যাজেট পরিচালনা করি।আপনার ডিভাইস হাত পরিবর্তনের আগে মনে করে সেই সংযোগ বিচ্ছিন্ন করুন এবং নতুন ডিভাইসের সঙ্গে সংযুক্ত করুন। যে ডেটা ইরেজার ব্যবহার করছেন, সেটা কতখানি সুরক্ষিত এবং সব ডেটা ডিলিট হলো কি না, তা প্রফেশনাল টুল দিয়ে ভেরিফাই করে নেওয়া উচিত। সূত্র : এই সময়  এনএম /ধ্রুবকন্ঠ

ফোন বা ল্যাপটপ বিক্রির আগে যেসব কাজ অবশ্যই করবেন