চলতি মাসের (ডিসেম্বর) প্রথম ১৩ দিনে দেশে ১.৫০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ সময়ে মোট ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।প্রতিবেদনে আরও জানানো হয়, ডিসেম্বরের ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত এক সপ্তাহে দেশে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।এর আগে মাসের প্রথম ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। এনএম/ধ্রুবকন্ঠ