হাদিকে গুলি করা শুটারের রূপবদল
ইনকিলাব মঞ্চের
মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে
হত্যাচেষ্টার মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে গাড়ি ভাড়া দেওয়া ব্যবসায়ী মো.
নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জলকে আদালত তিন দিনের রিমান্ড দিয়েছেন।আজ বুধবার
(১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা
ইসলাম রিমান্ডের আদেশ দেন।রিমান্ড
আবেদনে বলা হয়, হাদিকে গুলি করার পরেই আসামিরা আত্মগোপনে চলে যায়। বিভিন্ন তথ্য
প্রযুক্তি এবং সোর্সের তথ্য মোতাবেক আসামি নুরুজ্জামান ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে
জড়িত। তিনি পালানোর জন্য ফয়সালকে গাড়ি দিয়ে সাহায্য করেন।আদালতে
নুরুজ্জামান নোমানীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে
চান আদালত।তখন নুরুজ্জামান
নোমানী আদালতকে বলেন, ‘অনলাইন, হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে আমার পরিচয়। আমার
‘রেন্ট-এ কার’ থেকে আগেও সে গাড়ি ভাড়া নিয়েছে। গাড়ি ভাড়া করে সে সাটুরিয়া যেত এবং
আলাউদ্দিন পার্কে আসতো। ৯ মাস আগে তার সঙ্গে আমার পরিচয়। কিন্তু গত তিন মাস আমাদের
কোনো সাক্ষাৎ নেই।’তিনি
বলেন, ‘আমি গাড়ির ব্যবসা করি। সে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নেয়। গত বুধবারও আমার
কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়িা যায়। সেখান থেকে আবার আলাউদ্দিন পার্কে আসে।
শুক্রবার সে আমার কাছে গাড়ি ভাড়া চায়। কিন্তু আমার সব গাড়ি ট্রিপে ছিল। আমি আমার
পরিচিত সুমন ভাইকে ট্রিপটা দেই।’বিচারক তার কাছে জানতে
চান, ওই ড্রাইভারকে চেনেন কিনা।নুরুজ্জামান
বলেন, ‘হ্যা।’কোথায় আছেন তিনি, বিচারক
জানতে চাইলে নুরুজ্জামান বলেন, ‘ডিবিতে আছে।আমার
সঙ্গে তাকেও নিয়ে এসেছে।’নুরুজ্জামান বলেন,
‘শুক্রবার ফোন করে বলে, ভাই আমি বিয়ে করেছি। আপনার ভাবীকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে।
গাড়িটা মৎস্যভবন পাঠিয়ে দেন। সুমন গাড়ি নিয়ে মৎস্যভবন যান। ফয়সাল আবার ফোন দিয়ে
গাড়ি আগারগাঁও পাঠিয়ে দিতে বলে। আমি তখন ফয়সালকে বলি সুমন ভাইকে ফোন দিতে। পরে
তারা যোগাযোগ করে।’
তিনি
বলেন, ‘দুষ্টু লোকটার সঙ্গে আমার যখন পরিচয়, তখন তার লম্বা চুল ছিল। এখন টিভিতে
দেখি ছোট ছোট চুল।’এরপর বিচারক তাকে বলেন,
‘আপনি রেন্ট এ কারের ব্যবসা করেন। রিমান্ড মানে শাস্তি না। তদন্ত কর্মকর্তাকে
সহযোগিতা করেন। আপনার কিছু হবে না।’
উল্লেখ্য, শুক্রবার বেলা
২টা ২০ মিনিটে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা
হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিটি স্ক্যান এবং অস্ত্রোপচারের পর
উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে।
এনএম/ধ্রুবকন্ঠ