২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু এপ্রিলে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। রুটিন দেখুন এখানেএ বছর সূচি অনুযায়ী বাংলা দিয়ে শুরু শুরু হবে এবারের পরীক্ষা। এরপর হবে ইংরেজি ও তথ্য প্রযুক্তি। মোট ১৪টি নির্দেশনাবলী দিয়ে প্রকাশ করা হয়েছে এবারের সূচি;
যাতে প্রথমেই বলা হয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পবেশপত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে।গত বছর তথা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়েছিল। সে হিসেবে এবারের পরীক্ষা মাত্র ১১ দিন পেছাল।
এনএন/ধ্রুবকন্ঠ