ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খাশিরুল ইসলাম (৫৩)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল নয়মাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। ওই সময় বাসটির ‘ই-১’ নম্বর সিটে বসা যাত্রী খাশিরুল ইসলামের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিএনসি কর্মকর্তারা জানান, আটক খাশিরুল ইসলাম ওই বাসের টিকিটবিহীন যাত্রী ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পাচারের উদ্দেশ্যে বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’তিনি আরো জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।  এনএম/ধ্রুবকন্ঠ

বগুড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি, ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী