ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি

মোবাইল ফোনের এনইআইআর সিস্টেমের সার্ভার ও ব্যবহৃত আইপি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি ও চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংগঠিত বিভিন্ন অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম (এনইআইআর) গত ১ জানুয়ারি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চালু করা হয়েছে। এনইআইআর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ-মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিস্টেমটির সার্ভারের অবস্থান এবং ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে।যদিও বিটিআরসি জানায়, এনইআইআর সিস্টেমের সব ডাটা দেশের অভ্যন্তরে একটি নিরাপদ স্থানে হোস্ট করা রয়েছে। গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিটিআরসির নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং সরকারের ডাটা প্রোটেকশন আইনের সব বিধি অনুসরণ করে সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে। এছাড়া সিস্টেমটিতে ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে এপিএনআইসি কর্তৃক বরাদ্দপ্রাপ্ত। ফলে বিশ্বের অন্য কোনো দেশে সিস্টেমটির ডাটা বা ট্রাফিক যাওয়ার কোনো সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিটিআরসি আরও জানায়, এনইআইআর সিস্টেম পরিচালনার জন্য প্রয়োজনীয় সব রিকোয়েস্ট বাংলাদেশের অভ্যন্তরেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। একই সঙ্গে আইপি রুটের বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে সিস্টেমটির দেশের ভেতরে অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বিটিআরসি।   এনএম/ধ্রুবকন্ঠ

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি