ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মোবাইল টয়লেট ডিজাইন করে ৪ দল বিজয়ী

রাজধানী ঢাকার একটি হোটেলে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল ওয়াটারএইড বাংলাদেশের ‘ব্লু’ প্ল্যাটফর্ম আয়োজিত ‘টয়লেটস অন দ্য গো’ মোবাইল টয়লেট ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।চূড়ান্ত পর্বে অংশ নেয়া ১২টি দলের উপস্থাপনের মাধ্যমে প্রকাশিত হলো মোবাইল টয়লেট ডিজাইনে নানা উদ্ভাবনী চিন্তা। ওয়াটারএইড বাংলাদেশের ‘ব্লু’ প্ল্যাটফর্মের উদ্যোগে এবং সুইডেন দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় উদ্ভাবনী ও কার্যকরী মোবাইল টয়লেট ডিজাইনের জন্য পাঁচ প্রতিভাবান দলকে পুরস্কৃত করা হয়। তরুণ উদ্ভাবকদের এসব অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী এই ডিজাইনগুলো ঢাকার তীব্র পাবলিক টয়লেট সংকট মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।সারাদিন ধরে, চূড়ান্ত পর্বের অংশগ্রহণকারীরা বিচারকদের সামনে দুটি রাউন্ডের ডিজাইন উপস্থাপন করেন। সুইডেন দূতাবাস থেকে মো. মোস্তাফিজুর রহমান; ওয়াটারএইড থেকে মো. তাহমিদুল ইসলাম, ভূমিজ থেকে ফারহানা রশিদ এবং আমার সোর্স থেকে মাজেদুর রহমান মাসুম চূড়ান্ত পর্বের বিচারকার্য পরিচালনা করেন। জমা পড়া প্রায় ৪০টি ডিজাইন থেকে সব ধাপের যাচাই-বাছাইয়ের পর বিজয়ী হয় ৪টি দল। টিম বিইউ থেকে মো. আহনাভ শাহরিয়ার তানিম, মাহমুদুল হাসান মাহমুদ, মো. নাফিজ ফুয়াদ, এবং ধীরাজ রায়; পত্র ডিজাইন স্টুডিও থেকে সুমন পাল, ইয়াসির আফিয়াত রাফি, নৈরিত চাকমা, মো. রায়হানুল হিই, এবং মেখি দত্ত; শান্তিকন্যা টিম থেকে জান্নাতুল ফারদৌস, লামিয়া ফারিহা এবং মাহমুদা হক মুন; এবং টয়লেটল ইন দ্য লুপের তুনিশা কুরল এবং ফিহা বিনতে হাফিজ বিজয়ীর স্বীকৃতি পেয়েছেন। এরপর বিচারকদের মূল্যায়ন প্রক্রিয়ার পর প্রত্যেক বিজয়ী দলকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে প্রদান করা হয়।   পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। তিনি বলেন, ‘এই আয়োজনে অংশগ্রহণকারীদের এটিকে কেবল একটি প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়। বরং, এই অসাধারণ উদ্ভাবনগুলোকে উন্নয়ন খাতে অর্থপূর্ণ অবদান হিসেবে বিবেচিত হবে।তিনি প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানান এবং ঢাকার উভয় সিটি কর্পোরেশন, সকল অংশীদার সংস্থা এবং এই আয়োজনের সাথে যুক্ত ব্যক্তিবর্গসহ সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্লু প্ল্যাটফর্ম একটি দক্ষতা উন্নয়নমূলক প্ল্যাটফর্ম, যা পানি, স্যানিটেশন, স্বাস্থ্যকর অভ্যাস (ওয়াশ) ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় উদ্যোক্তাদের সহায়তার জন্য কাজ করে। এই প্রতিযোগীতার মাধ্যমে উঠে আসা উদ্ভাবনী ডিজাইনগুলো সবার জন্য সাশ্রয়ী ও টেকসই স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার পথে একটি উজ্জ্বল সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।   এনএম/ধ্রুবকন্ঠ

মোবাইল টয়লেট ডিজাইন করে ৪ দল বিজয়ী