ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো : মুসাদ্দিকের স্লোগান

‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ শীর্ষক স্লোগান দিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।আজ বুধবার (১৭ ডিসেম্বর) ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তিনি এ স্লোগান দেন।জানা যায়, আজ বুধবার বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাইকমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্য। এ সময় সেখানেই বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা।এর এক পর্যায়ে নিজের বক্তব্যের সময় ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ শীর্ষক স্লোগান দেন মুসাদ্দিক। এ সময় তিনি বলেন, ‘ভারতের রাজধানী দুটি। একটি দিল্লিতে আরেকটি কারওয়ান বাজারে।’তার এমন বক্তব্য ও স্লোগানের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  এনএম/ধ্রুবকন্ঠ

বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো : মুসাদ্দিকের স্লোগান