ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এক ডজন মামলার আসামি বাবলা আটক

কক্সবাজারের রামু উপজেলায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের রামু উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচিত আনোয়ার হোসেন বাবলাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে পুলিশ—এমনটাই জানিয়েছে রামু থানা সূত্র।পুলিশের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন ধারার একাধিক মামলা আদালতে চলমান রয়েছে বলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা উল্লেখ করেন।রামু থানা সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরেই বাবলা বিভিন্ন মামলার আসামি হিসেবে নজরদারিতে ছিলেন।গোপন তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে আটকের সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে পুলিশ জানায়। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। ১২টি মামলার আসামি আনোয়ার হোসেন বাবলা।তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইন অনুযায়ী তদন্ত করা হবে রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘বাবলার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগসংক্রান্ত মামলাগুলোর নথি আমরা যাচাই করছি। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।   ধ্রুবকন্ঠ/এনএম

এক ডজন মামলার আসামি বাবলা আটক