ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি : পুতুল

বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারা নিজেরাই বলে আমরা তো আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারিনি, যাদের কাছে আমরা দাবি নিয়ে যাব। তারা জানে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারলেই তাদের কাছে দাবি নিয়ে যাওয়া যায়।আমরা যখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা বলছি মানুষজন খুব আন্তরিকতার সাথে তা গ্রহণ করছে। তখনই আমরা আরো বেশি উৎসাহিত হ‌ই। আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রাম বিলে বিএনপি নেতাকর্মী কর্তৃক কৃষকের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করে পুতুল এসব কথা বলেন।তিনি বলেন, ‘এ বছর আল্লাহর রহমতে ধানের বাম্পার ফলন হয়েছে। আমার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুই দিনব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছি। সেখানে যতদূর পারি আমরা কৃষকদের ধান কেটে দেওয়ার চেষ্টা করব। যদিও আমরা কৃষকের সব ধান কেটে দিতে পারব না বা এই উদ্যোগটিকে প্রতীকি হিসেবেও ধরা ঠিক হবে না। বলা যেতে পারে কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমি যতটুকু পারছি প্রত্যেকটা মাঠে যাচ্ছি।’ এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।  এনএম/ধ্রুবকন্ঠা

১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি : পুতুল