ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা চান ক্যাব সভাপতি

বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় রয়েছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি, অবসরপ্রাপ্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। ক্যাব সভাপতি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে মিটিং ছিল আজ। এ আইন অনুযায়ী কিছু পণ্যের মূল্য মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। মূল্য নির্ধারণের একটি ফর্মূলা রয়েছে।’তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যদি তেলের দাম বাড়ানো হয়, তবে সেটি হবে ভোক্তার অধিকারের প্রশ্ন। আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, যে মূল্যটা বেড়ে গেছে এটি অন্যায়ভাবে করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন যে কঠোর ব্যবস্থা, আমরা সেটি দেখার অপেক্ষায় আছি।’তিনি আরও বলেন, প্রতিযোগিতা আইন ও ভোক্তা অধিকার আইনের আওতায় যদি কেউ মজুত করে দাম বাড়ায়, আইন প্রয়োগের ব্যবস্থা রয়েছে। সরকারের উচিত নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় আরও ফোকাস করা।’  এমএইছ/ধ্রুবকন্ঠ

তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের  ব্যবস্থা চান ক্যাব সভাপতি