থাইল্যান্ডে সাফ ফুটসালে ভারতকে রুখে দিল বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচকে ঘিরে ছিলো ভিন্ন মাত্রা। দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের আবহে এই লড়াইয়ে যুক্ত হয় বাড়তি রোমাঞ্চ ও উত্তেজনা। উত্তেজনায় ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে ৮ গোলের থ্রিলারে জিতেনি কেউই এর আগে। বাংলাদেশ ভারতের ম্যাচটি ড্র হয়েছে ৪-৪ গোলে। শ্রীলঙ্কার ভুটানের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটিও ড্র হয়েছে ৩-৩ গোলে। ৪-৪-এ ড্র হওয়া ম্যাচে দুই অর্ধে (২০ মিনিট) হয়েছে চারটি করে গোল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাহবার খান ও মঈন আহমেদ। প্রথমে অবশ্য গোলের খাতাটা বাংলাদেশই খোলে। অধিনায়ক রাহবারের পাস থেকে এগিয়ে দেন মঈন। এরপর ভারতকে সমতায় ফেরান আনমোল অধিকারী। প্রথমার্ধের প্রথম টাইম আউটের আগে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এবার মঈনের পাস থেকে গোল করেন রাহবার (২-১)। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। বিরতির ঠিক আগে ভারতের লালসোয়ামপুইয়া শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে আত্মঘাতী গোলে রূপ নেয় (২-২)। দ্বিতীয়ার্ধের শুরুতে লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া (৩-২)। বাংলাদেশ সমতা ফেরায় মঈনের গোলে। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন মঈন (৩-৩)। শেষ মুহূর্তে আরও জমে ওঠে ম্যাচ। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে (৪-৩)। কিন্তু তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক (৪-৪)। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কয়েকবার। দ্বিতীয় ম্যাচে শুক্রবার একই ভেন্যুতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
এমএইছ/ধ্রুবকন্ঠ