ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ব্যাটারিচালিত ভ্যান বিতরণ

ঝিনাইদহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ব্যাটারিচালিত ভ্যান এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের মো. আওয়াল বিশ্বাস এবং নারিকেলবাড়িয়া গ্রামের ছবুরা খাতুনের হাতে ভ্যান ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম সরোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   এনএম/ধ্রুবকন্ঠ

ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ব্যাটারিচালিত ভ্যান বিতরণ