সিরাজগঞ্জ জেলা শহরে ট্রাকচাপায় শাহ আলম (৫৫) নামক এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈদ্যনাথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শাহ আলম সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার সেজাব আলীর ছেলে।সদর থানার এসআই বজলুর রহমান বলেন, শাহ আলম মোটরসাইকেলে শিয়ালকোলের দিকে যাচ্ছিলেন।ঘটনাস্থলে পৌঁছলে রাস্তার পাশে থাকা বালুর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। একই সময়ে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এনএম/ধ্রুবকন্ঠ