বিদায় নিচ্ছেন কিংবদন্তি জন সিনা
ডব্লিউডব্লিউইতে জন
সিনার বিদায়ি ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বহুল আলোচিত এই লড়াইটি অনুষ্ঠিত হবে
শনিবার রাতের স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট-এ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় এই ম্যাচ দিয়েই রেসলিং অঙ্গনের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি
টানতে যাচ্ছেন কিংবদন্তি জন সিনা।রেসলটিক্সের তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত
করা ১৯ হাজার ১৭৬টি আসনের প্রায় সবকটিই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। শনিবারের মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ
নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত সিনার জন্য
এই ম্যাচটি কেবল আরেকটি লড়াই নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল যাত্রার শেষ
অধ্যায়।এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য কোনো
নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে না।তিনি
নিজের ইচ্ছামতো সময় নিয়ে ম্যাচটি শেষ করতে পারবেন। এতে করে গোল্ডবার্গের বিদায়ি
ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলেও জানানো হয়। সেই ঘোষণায়
ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে আসে।তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায়, সিনার ম্যাচটি নাকি
অনুষ্ঠানের শুরুতেই রাখা হতে পারে।এতে
অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। কেউ কেউ আবার মত দেন, এমন হলে অনুষ্ঠান শেষে সিনা
দর্শকদের সামনে এসে বিদায়ি বক্তব্য দিতে পারেন।শেষ পর্যন্ত সেই গুঞ্জনে ইতি টানেন স্বয়ং জন সিনা। একটি টেলিভিশন
অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ।
এতে ভক্তদের উদ্বেগ কেটে যায় এবং প্রত্যাশা আরো বেড়ে ওঠে।সব মিলিয়ে
ডব্লিউডব্লিউইর ইতিহাসে অন্যতম আলোচিত এই বিদায়ি ম্যাচ ঘিরে এখন অপেক্ষার প্রহর
গুনছেন জন সিনার অসংখ্য সমর্থক।ডব্লিউডব্লিউই
স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট অনুষ্ঠানটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে
৭টায়।
এম
এইছ / ধ্রুবকন্ঠ